নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তর পাড়া মর্টারশেল নিক্ষেপ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শূণ্যরেখায় আশ্রয়কেন্দ্রের রোহিঙ্গা ও ওই ইউনিয়ের এলাকাবাসীদের মাঝে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ২৮ আগষ্ট (রবিবার) বিকেলে ঘুমধুম ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের তুমব্রু উত্তর পাড়া সীমান্ত পিলার ৩৪-৩৫ এর মধ্যবর্তী এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে বিজিপি’র তুমব্রু রাইট ক্যাম্প এলাকা হতে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক ফায়ারকৃত ০১টি মর্টার শেলের গোলা সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক আধা কি.মি বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তর পাড়া জামে মসজিদের পাশে এবং অপর ১ টি মর্টার শেল উক্ত এলাকার আনুমানিক ২শ গজ পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়ে। তবে উক্ত ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘুমধূম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আজিজ জানান, গত দুই সপ্তাহ ধরে মিয়ানমার রাজ্যের অভ্যন্তরে গোলাগুলি হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি।
আজ ২৮আগষ্ট বিকাল আনুমানিক বেলা আড়াইটার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তরপাড়া জামে মসজিদের পাশে দুটি মর্টারশেল এসে পড়েছে। তবে কোন ক্ষয়ক্ষতি না হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানান এই জনপ্রতিনিধি।
বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম এর কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তর পাড়া জামে মসজিদের পাশে এবং অপর ১ টি মর্টার শেল উক্ত এলাকার আনুমানিক ২শ গজ পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি। তারপরও এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।