শুক্রবার (১১ফেব্রুয়ারি) সকালে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মাটিরাঙ্গা পৌরসভাস্থ নতুনপাড়া ও আদর্শগ্রাম নামকস্থানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলা এর নেতৃত্বে ০৬ টি ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
আরো পড়ুন……
এ অভিযানে সকল ইটভাটাগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।তিনি বলেন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে,অভিযান কালে মাটিরাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ গত ২৫ জানুয়ারি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।আদেশে বলা হয় বান্দরবান রাঙ্গামাটি, খাগড়াছড়ি তিন পার্বত্য জেলার সব অবৈধ ইট ভাটা সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে দু’ সপ্তাহের মধ্যে আদালতের আদেশ প্রতিপালনের বিষয়ে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়েছে।আদালত আরেক আদেশে লাইসেন্স ছাড়া পরিচালনা করা সব ইট ভাটার তালিকা আগামী ৬ সপ্তাহের মধ্যে তৈরি করে আদালতে হলফনামা আকারে দাখিলের জন্য তিন জেলা প্রশাসক ও চট্টগ্রাম বিভাগের পরিবেশ অধিদফতরের পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।